পটুয়াখালীর গলাচিপায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছেন।
মঙ্গলবার বিকেলে মাসুম মোল্লা ব্যাট দিয়ে মাথায় আঘাত করলে নাঈম মৃৃৃৃধার মৃত্যু ঘটে।ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিন লামনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নের গুয়াবাড়ীয়া গ্রামের খলিলুর রহমান মৃধার পুত্র নাঈম মৃৃৃৃধা ও একই ইউনিয়নের লামনা গ্রামের মতলেব মোল্লার পুত্র মাসুম মোল্লা মঙ্গলবার শেষ বেলায় দক্ষিন লামনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলছিল। দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় মাসুম মোল্লা ক্রিকেটের ব্যাট দিয়ে নাঈম মৃৃৃৃধার মাথায় আঘাত করলে সে অসুস্থ্ হয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লেবুখালী নামক স্থানে তার মৃত হয়। তারা দু’জনেই বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজের ছাত্র।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, বিষয়টি অবগত হয়েছি, তবে মাসুম মোল্লাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডিপ্রতিদিন/ ০৮ নভেম্বর, ২০১৭/ ই জাহান