সাতক্ষীরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন র্যালিটির উদ্বোধন করেন।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সেলিম সরোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি আবেদুর রহমান, আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আবু জায়েদ বিন গহর, দপ্তর সম্পাদক মুছাদ্দেরুজ্জামান প্রমুখ।
র্যালি ও আলোচনায় সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডে দেশের ৪ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়রের ভূমিকা তুলে ধরা হয়।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৭/মাহবুব