মাদারীপুরের ঘটকচরে পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের ধারালো অস্ত্রের আঘাতে তানভীর নামের এক এসএসসি পরীক্ষার্থী মারাত্মক আহত হয়েছে। আহত তানভাীর হাসানকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তানভীর মাদারীপুর সদর উপজেলার ঘটকচরের মাজেদ আলী বেপারীর ছেলে।
তানভীরের বড় ভাই এম এইচ সাদ্দাম জানান, সকালে ঘটকচর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী লুৎফর শরীফের নিকট ধারের টাকা চাইতে যায় তানভীর। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে লুৎফর শরীফের ছেলে মাদকাসক্ত শান্ত শরীফ দোকানে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার ছোট ভাই তানভীরকে মাথায় কোপ দিয়ে মারাত্মক জখম করে। এ সময় প্রতিবেশীরা তার ভাইকে উদ্ধার করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে নিয়ে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান বলেন, আহত হওয়ার ঘটনা শুনেছি। মামলা হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৭/মাহবুব