রাঙামাটিতে গণ প্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে আইডিইবির কার্যালয়ে কেক কাটার মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
সভায় রাঙামাটি জেলা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সভাপতি নিরঞ্জন নাথের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন, সহ-সভাপতি ধনামনি চাকমা, সহ-সভাপতি সজল চক্রবর্তী, প্রাক্তন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান গেল্লা, প্রকৌশলী খোরশেদ আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণপ্রকৌশল দিবসের অঙ্গীকার হিসেবে দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরির উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। পরিবর্তিত বিশ্ব প্রেক্ষাপটে জীবনমুখী শিক্ষা ও কর্মীর দক্ষতা উন্নয়নকে কাজে লাগাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এ ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে রাঙামাটি জেলায় কর্মরত প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।
বিডিপ্রতিদিন/ ০৮ নভেম্বর, ২০১৭/ ই জাহান