মাগুরা সদর উপজেলার আমুডিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় ১২টি বাড়ি ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ২৫ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ১৮ জনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, অধিপত্য বিস্তার নিয়ে আমুডিয়া গ্রামের শওকত মোল্লা ও জামাল মেম্বরের নেতৃত্বে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর এক পর্যায়ে পাওনা টাকা চাওয়া নিয়ে মঙ্গলাবার সন্ধ্যায় জামাল মেম্বর সমর্থক তোয়াক্কেলের সাথে শওকত মোল্লা গ্রুপের রজব আলীর কথাকাটাকাটি হয়। যার সূত্র ধরে আজ সকালে শওকত মোল্লার সমর্থকরা সংঘবদ্ধ হয়ে জামাল মেম্বরের সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় ১২টি বাড়িতে ভাঙচুর ও লুট-পাট চালানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৮ জনকে অটক করেছে।
বিডি প্রতিদিন/৮ নভেম্বর ২০১৭/হিমেল