ময়মনসিংহের ভালুকায় ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে ৩ জন হতদরিদ্র শারিরিক প্রতিবন্ধীকে ২টি হুইল চেয়ার ও ১টি টার্নিং চেয়ার বিতরণ করা হয়েছে। এরা হলেন, নাদিরা (১৮), আলামিন (১৮) ও শিখা আক্তার (১৪)।
বুধবার দুপুরে উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু এসব হুইল চেয়ার ও টার্নিং চেয়ার প্রদান করেন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ওই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী শহীদুল ইসলাম, ইউপি সদস্য হাফিজ উদ্দিন মৃধা, ইসমাইল হোসেন, দেলোয়ার হোসেন, নাজমা ইসলাম, ইউপি সচিব মোস্তাফিজুর রহমান, প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ভালুকার সভাপতি মিন্টু মিয়া ও রুহুল আমীন প্রমূখ।
বিডি প্রতিদিন/৮ নভেম্বর ২০১৭/হিমেল