বগুড়া সদর উপজেলার মানিকচক বাজারে খন্দকার জুট মিলের একটি পাটের গুদামে আগুনে লেগে বহু টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক।
বুধবার সকাল ৯টার দিকে ওই পাটের গুদামে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সোয়া ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণে আসার আগেই গুদামে রক্ষিত সব পাট পুড়ে যায় জানিয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. শাহাদৎ হোসেন সাজু জানান বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু যানজটের কারণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে অনেক দেরি হয়।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার বজলুর রশিদ জানান, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেছে। বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, গুদামের অর্ধেক পাট পুড়ে গেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন