গাজীপুরের টঙ্গী খাঁ-পাড়া এলাকার একটি বাড়ির খাটের নিচ থেকে নিখোঁজের একদিন পর সাকিব(৮) নামে এক শিশু লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় অভিযুক্ত রিয়াজকে (১৭) আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
নিহত সাকিব নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার গুজিরকোনা গ্রামের আলাল মিয়ার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘটনারদিন গত মঙ্গলবার বেলা ১১টার দিকে নিহত সাকিব পাশের বাসার রিয়াজের রুমে যায়, এ সময় রিয়াজ বসে বসে টিভি দেখছিলো। হঠাৎ সাকিক রিয়াজের হাত থেকে টিভির রিমোর্ট নিয়ে চ্যানেল পরিবর্তন করে। এতে রিয়াজ ক্ষিপ্ত হয়ে সাকিবকে একটি থাপ্পড় মারে। পরে সাকিব খিল খিল করে হাসতে থাকে। এসময় রিয়াজ আরো ক্ষিপ্ত হয়ে সাকিবের গলা চেপে ধরার এক পর্যায় ঘটনাস্থলেই সে মারা যায়। এঘটনার পর সাকিবের লাশ রিয়াজের খাটের নিচে লুকিয়ে রাখে। এদিকে, সাকিবকে না পেয়ে তার স্বজনরা এলাকায় মাইকিং ও খোঁজাখুঁজির পর বুধবার সকালে ঘাতকের খাটের নিজ থেকে রিয়াজের মা ও ছোট ভাইয়ের সহযোগিতায় সাকিবের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘাতক রিয়াজকে আটক করে টঙ্গী থানা পুলিশ।
অভিযুক্ত রিয়াজের মা রুমেলা খাতুন (৫০) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “গত মঙ্গলবার রাতে আমার বড় ছেলে রিয়াজ পাশের বাড়ির সাকিবকে মেরে খাটের নিচে লুকিয়ে রাখে বলে জানায়। পরে আমি টঙ্গী থানায় গিয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ আমার বাসা থেকে সাকিবের লাশ উদ্ধার করে এবং আমার বড় ছেলে রিয়াজকে আটক করে নিয়ে যায়।''
এবিষয়ে টঙ্গী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্ত রিয়াজকে আটক করা হয়েছে বলেও জানান।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৭/মাহবুব