বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনাজপুরে ‘ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৭-১৮ শুরু হয়েছে।
৮ নভেম্বর সকাল ৯ টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।
প্রতিযোগিতায় রংপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড়-গাইবান্ধা মোট ৪ টি জেলার ক্রিকেট দল অংশগ্রহণ করেছে।
উদ্বোধনী ম্যাচ খেলেন রংপুর জেলা ও ঠাকুরগাঁও জেলা ক্রিকেট দল। খেলা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আজিজার রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপুর্ব, সদস্য আনিস হোসেন দুলাল, প্রশান্ত সরকার অরুন, মিজানুর রহমান পাটোয়ারী বাবু ও মোস্তাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন