বগুড়া কর অঞ্চলের অধীনে ৪ জেলার সর্বোচ্চ করদাতা হিসেবে ২০ নারী-পুরুষকে সম্মানা প্রদান করা হয়েছে। আজ দুপুরে শহরের নিশিন্দারা এলাকায় বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।
বগুড়া কর অঞ্চলের কমিশনার একেএম বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস্ -উল আলম, পল্লী উন্নয়ন একাডেমি’র (আরডিএ) মহাপরিচালক আব্দুল মতিন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন ও বগুড়া জোনাল কর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হামিদ। অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়নের স্বার্থে সক্ষম ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কর প্রদানে এগিয়ে আসার জন্য আহবান জানান।
বগুড়া কর অঞ্চলের পক্ষ থেকে এবার সর্বোচ্চ করদাতা হিসেবে বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলা থেকে ৩ জন করে ৪ জেলার ১২ জনকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া তরুণ এবং মহিলা সর্বোচ্চ করদাতা হিসেবে হিসেবে আরও ৮ জনকে সম্মাননা দেওয়া হয়। এর পাশাপাশি এই প্রথম একই পরিবারের সবাই কর প্রদান করেন ৪ জেলার এমন ৪টি পরিবারকে ‘কর বাহাদুর’ হিসেবেও সম্মানা প্রদান করা হয়। পরে সম্মাননা প্রাপ্ত করদাতারা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার