বরিশালের উজিরপুর উপজেলার বরাকোটা ইউনিয়নের গাববাড়ি গ্রামে এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই গ্রামের একটি বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে বুধবার সকালে শেরে-ই বাংলা মেডিকেলের গাইনী বিভাগে ভর্তি করা হয়। এদিকে শিশুটির স্বীকারোক্তি অনুযায়ী অভিযুক্ত ধর্ষক নাঈম সিকদারকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
ধর্ষিতা শিশু স্থানীয় গাববাড়ি নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। অভিযুক্ত নাঈম (১৮) ওই এলাকার সুলতান সিকদারের ছেলে।
ধর্ষিতার চাচা জালাল সিকদার জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় ওই শিশুটি বাড়ির পাশের মাঠে খেলা শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে মো. নাঈম তাকে ফুসলিয়ে পাশের বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির প্রচুর রক্তক্ষরণ হলে ওই রাতেই তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে বুধবার তাকে শেরে-ই বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়। এ ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির মা।
এদিকে শিশুটি ধর্ষিত হয়েছে নিশ্চিত করে শেরে-ই বাংলা মেডিকেলের গাইনী বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. তানজিলা নাসরিন জানিয়েছেন, শিশুটির অবস্থা আশংকামুক্ত। চিকিৎসায় খুব শিগগিরই সুস্থ্য হয়ে উঠেবে সে।
অপরদিকে ওই ঘটনার পর মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত ধর্ষক নাঈমকে তার নিজ গ্রাম থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবার দায়ের করা মামলায় আটক বখাটে নাঈমকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন।
বিডি প্রতিদিন/৮ নভেম্বর ২০১৭/হিমেল