মেহেরপুরের গাংনীতে নিখোঁজ হওয়ার ২২ দিন পর কলিমুদ্দীন (৪০) নামের এক দিনমুজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ৩ টার সময় একই উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের নোনার বিলের পার্শে একটি পুকুর থেকে গাংনী থানা পুলিশের একটি দল তার লাশ উদ্ধার করে। কলিমুদ্দীন উপজেলার মোহাম্মদপুর গ্রামের জোয়াদ আলীর ছেলে ও সহড়বাড়িয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের জামাতা।
স্থানীয়রা জানান, কলিমুদ্দীন দীর্ঘদিন ধরে তার শশুর বাড়িতে বাস করত। তবে পারিবারিক কলহ না অন্য কোন কারণে হত্যার ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি কেউ।
কলিমুদ্দীনের শাশুড়ী সাহেরা খাতুন জানান, তার জামাতা গত ২২ দিন যাবৎ নিখোঁজ ছিল। বিলের পার্শে একটি পুকুরে তার লাশ পাওয়া যায়।
কলিমুদ্দীনের স্ত্রী বিলকিছ বানু জানান, তার স্বামী দিনমুজুরের কাজ করতো। ঋণের দায়ে সে বেশ কিছুদিন নিখোঁজ ছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নোনার বিলের পার্শে একটি বাগানে কয়েকজন শ্রমিক কাজ করছিলো। তারা পুকুরের মধ্যে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। এ হত্যাকান্ড সম্পর্কে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিষয়ে জানা যাবে। তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার