বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক-কর্মচারি ইউনিয়ন ৭ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে। আজ জেলা শাখার উদ্যোগে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ চত্তরে দুপুর ১টা পর্যন্ত শ্রমিক-কর্মচারিরা কর্মবিরতি ও বিক্ষোভ কমসূচি পালন করেন।
সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক কর্মচারি ইউনিয়নের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক কর্মচারি ইউনিয়ন জেলা শাখার সভাপতি সরদার আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, উপদেষ্টা মো. সরোয়ার হোসেন, ড্রাইভার সমিতির সভাপতি সিরাজ শেখ প্রমুখ।
বক্তারা বলেন, ৩০-৩৫ ধরে চাকুরি করলেও সরকার আমাদের পেনশন ভাতা চালু করেনি। ইতিমধ্যে যারা অবসরে গেছেন, তারা আজ মানবেতর জীবনযাপন করছেন। উচ্চ আদালতে নির্দেশ অবিলম্বে বাস্তবায়ন না করা হলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
বিডি প্রতিদিন/এ মজুমদার