'টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে দক্ষতা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে আইডিবির ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে বাগেরহাট অফিসার্স ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।
র্যালিতে বাগেরহাট আইডিবির জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, প্রকৌশলী জাকির হোসেন, মো. মাসুদ ডাকুয়া, ইকবাল হোসেন মামুন, মো. আলতাফ হোসেনসহ মেরিন ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন