বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা করেছে উত্তর জেলা বিএনপি এবং জেলা ও মহানগর ছাত্রদল। আজ বরিশাল প্রেসক্লাবের হলরুমে উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র যুগ্ম মহাসচিব সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
বক্তব্য রাখেন, উত্তর জেলা বিএনপি’র সহসভাপতি রফিকুল ইসলাম লাবু, গিয়াস উদ্দিন দিপেন, আব্দুল গফ্ফার তালুকদার, নুরুল আলম রাজু প্রমুখ। এছাড়া বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে জেলা ও মহানগর ছাত্রদল বিকেলে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করে।
মহানগর ছাত্রদল সভাপতি খন্দকার আবুল হাসান লিপমেনর সভাপতিত্বে আলোচনা সভায় দলের যুগ্ম মহাসচিব সাবেক এমপি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়া মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া ও সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক বিশেষ অতিথির বক্তব্য রাখেন। দিবসটি পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার আলোচনা সভার আয়োজন করেছে মহানগর বিএনপি।
বিডি প্রতিদিন/এ মজুমদার