বগুড়ায় সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক কর্মচারীরা ৭ দফা দাবি বাস্তবায়নে আধাবেলা কর্মবিরতির সাথে বিক্ষোভ সমাবেশ করেছে।
বুধবার সকাল ১০টা থেকে বেলা ১ টা পর্যন্ত বগুড়া সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে।
বগুড়ায় সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবীর জানান, এই কর্মসূচি আগামী ৯ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। ১২ নভেম্বর একই দাবিতে মানববন্ধন আয়োজন করবে। ১৪ নভেম্বর স্বারকলিপি প্রদান, ১৯ নভেম্বর পূর্ণ দিবস কর্মবিরতী, ২৮ নভেম্বর ঢাকায় অবস্থান ধর্মঘট।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন