গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় আজ সন্ধ্যায় একটি পোশাক কারখানা ভবনের নীচতলায় আগুন ধরে। এখবর কারখানা শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে শ্রমিকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এর তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যান এবং আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান।
শ্রমিকরা জানায়, সন্ধ্যা ছয়টার সময় ওই এলাকার সুমি এ্যাপারেলস পোশাক কারখানায় ভবনের নীচ তলায় ডায়ারে আগুন ধরে। এসময় আগুনের খবর পেয়ে শ্রমিকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করলে কারখানার মূল ফটক বন্ধ করে দেয়। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠলে আবার খুলে দেয়। পরে শ্রমিকরা হুড়াহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এঘটনায় বড় ধরনের কোন ক্ষতি সাধন হয়নি বলে ফায়ার সার্ভিস মনে করেন।
এবিষয়ে কারখানার জিএম স্বপনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ফায়ার সার্ভিসের সাথে কথা বললেই জানতে পারবেন। এব্যাপারে টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আগুন লেগেছিল পরে আবার নিভে গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার