কোন নির্বাচন নেই। নেই কোনো ভোটের প্রচারণা।এরপরও ঐতিহ্যবাহী দিনাজপুর শহরের প্রধান সড়কসহ অলি-গলি বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ছেয়ে গেছে। পৌরসভার নিয়মনীতির তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছে মতো রাস্তার উপরে, বিদ্যুতের খুঁটিতে বা গাছে পেরেক ঠুকে লাগিয়ে দেয়া হচ্ছে ব্যানার-ফেস্টুন। এতে যেমন পরিচ্ছন্ন শহরের সৌন্দর্য্য নষ্ট হচ্ছে তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এ অবস্থা দিনাজপুর পৌরসভাসহ জেলার বিভিন্ন পৌরসভা এলাকাতেও বিরাজ করছে।
শহরের এ অবস্থা দেখে সবার মনে হবে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার-ফেস্টুন লাগিয়ে চলছে বিজ্ঞাপনের প্রতিযোগিতা। সড়কের মাঝখানে তোরণ বানিয়েও বিজ্ঞাপন লাগানো হচ্ছে। প্রশাসনিক কোন নিয়ম না মেনেই লাগানো হচ্ছে এসব ব্যানার-ফেস্টুন। বছরের শেষ দুটি মাসে স্কুল-কলেজসহ বিভিন্ন কোচিং সেন্টারের বিজ্ঞাপনের ভিড় লক্ষ্য করার মতো।
সচেতন নাগরিক কমিটি ও টিআইবি দিনাজপুরের সভাপতি সফিকুল হক ছুটু এই সম্পর্কে বলেন, এই সব ব্যানার-ফেসটুনের লাগানো প্রতিষ্ঠানদের নীতিমালায় নিয়ে আসার দায়িত্ব পৌরসভা কর্তৃপক্ষের।
স্থানীদের বক্তব্য, ব্যানার-ফেস্টুন নির্দিষ্ট মাপ ও জায়গা নির্ধারণে প্রশাসনের আরও কঠোর ব্যবস্থা নেয়া উচিৎ। এ বিষয়ে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম জানান, শহরের এই সব ব্যানার-ফেস্টুন দীর্ঘ দিন পড়ে থাকে। মাঝে মাঝে পৌরসভার পক্ষ থেকে খুলে দেয়া হয়। এই শহরটি আমাদের এর সৌন্দর্য রক্ষা করার দয়িত্বও আমাদের-এটা সবার মনে রাখা উচিত।
বিডি প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৭/ফারজানা