বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, "ঢাকায় বিএনপির সমাবেশ নিয়ে ওবায়দুল কাদের বলেছেন বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেবেন। এখন আমার প্রশ্ন কারা ১৭৪ দিন হরতাল করেছিল। রাস্তায় আগুন জ্বালিয়েছিলো। আপনার কথা শুনলে মনে হয় আওয়ামী লীগ গোলাপ ফুল নিয়ে আন্দোলন করেছিল।"
শনিবার বিকালে খুলনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর বিএনপি এই জনসভার আয়োজন করে।
তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেন, "শেখ মুজিবর রহমানের মৃত্যুর পর খন্দকার মোস্তাক ক্ষমতায় আসেন। মোস্তাক সরকারের ৪০ জন মন্ত্রীর ৩৯ জনই ছিলেন আওয়ামী লীগের। বিএনপির তখনো জন্ম হয়নি। তাহলে জিয়াউর রহমান কিভাবে খুনি হলেন। তাই আজে বাজে কথা বলবেন না। সত্যকে বিলুপ্ত করবেন না। "
আগামী নির্বাচনে অংশগ্রহন প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচনে বিএনপি অবশ্যই অংশ গ্রহন করবে। তবে সেই নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না। সেই নির্বাচন হবে তত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকারের অধীনে।
জনসভায় নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও খুলনা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান।
সভায় আরো বক্তৃতা করেন বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, স ম আব্দুর রহমান, ফখরুল আলম, এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর