নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত এক যুবক ও এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলে উপজেলার মৈকুলী এলাকার জঙ্গল থেকে যুবকের ও শুক্রবার রাতে ঐরাব এলাকার একটি পরিত্যাক্ত খাল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, তারাবো পৌরসভার ঐরাব এলাকার একটি পরিত্যাক্ত খালে শুক্রবার রাতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এছাড়া আজ বিকেলে মৈকুলী এলাকার একটি জঙ্গলে অজ্ঞাত (৩০) এক যুবকের অর্ধ-গলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। অজ্ঞাত যুবক ও তরুণীর এখনো কোন নাম-পরিচয় যাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার