দিনাজপুরের বীরগঞ্জে মো. শরীফ (৩৮) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ব্যাপারে নিহতের ভাই মো. শাহীন আলম বাদী হয়ে রবিবার সকালে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
নিহত মো. শরীফ বীরগঞ্জের শিবরামপুর ইউনিয়নের আরাজী মিলনপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার মো. বোরহান উদ্দিন (৪০) এবং মো. কাশেম আলী (৪৫) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুরের বীরগঞ্জের শিবরামপুর ইউনিয়নের মিলনপুর ঝলঝলি পুকুর সংলগ্ন এলাকায় মো. শরীফ খুন হন। পরিবার ও পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ে শনিবার বিকেলে ব্যবসায়ীক কাজে ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ী হাট যাওয়ার উদ্দেশ্যে বেড়িয়ে যায়। এরপর সন্ধ্যায় এলাকার লোকজনের কাছে ঝলঝলি পুকুর সংলগ্ন এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার সংবাদ শুনে সেখানে ছুটে যায়। শিবরামপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. রতন ঢালীর সহযোগিতায় উদ্ধার করে তাৎক্ষণিক ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মামলার তদন্তকারী অফিসার এসআই মো. আতিক জানান, ঘটনাস্থলে মটরসাইকেল এবং মোবাইল ফোন পড়ে থাকায় বিষয়টি ছিনতাই প্রচেষ্টা বলে মনে হচ্ছে না। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মো. বোরহান উদ্দিন (৪০) এবং মো. কাশেম আলী (৪৫) নামে দুইজনকে আটক করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৭/ ই জাহান/ফারজানা