খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধা কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আটক করা হয়। এরা হলেন পানছড়ির তালুকদার পাড়ার তুফান বড়ুয়ার মেয়ে গাঁজা বিক্রেতা কমলা বড়ুয়া (৪০) ও ক্রেতা আকবর হোসেন (২২)।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টায় পানছড়ি বাজারের ইউসুফ ডিলারের “স” মিল এলাকা থেকে কমলা বড়ুয়া ও আকবর হোসেনকে আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে প্রায় আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৭/হিমেল