নেত্রকোনার কেন্দুয়ায় জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সোলেমা আক্তার (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সকালে জেলার কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ইউনিয়নের সরাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোলেমা সরাপাড়া গ্রামের মতি মিয়ার স্ত্রী। দীর্ঘ দিন ধরে জমি নিয়ে প্রতিবেশী জজ মিয়া ও বশির গংদের সাথে মতি মিয়ার বিরোধ চলে আসছিল বলে জানান কেন্দুয়া থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম।
নিহত বৃদ্ধার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান। তিনি আরো বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, লাশেরর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পুলিশ তদন্ত করছে।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৭/হিমেল