'উপকূলের জন্য হোক একটি দিন, কণ্ঠে বাজুক প্রান্তজনের কথা' স্লোগানকে সামনে রেখে ৭০ এর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে বে-সরকারি উদ্যোগে বরগুনায় পালিত হয়েছে উপকূল দিবস ২০১৭।
দিবসটি উপলক্ষ্যে আজ রবিবার সকালে বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেন বরগুনা প্রেসক্লাব, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, বরগুনা জেলা অনলাইন সাংবাদিক ফোরাম ও আলোকযাত্রা বরগুনা দল।
পরে সরকারিভাবে দিবসটি উদযাপনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে মন্ত্রী বরাবরে স্মারকলিপি পাঠানো হয়।
বরগুনা প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন মিরাজের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তর বরগুনা জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, বরগুনা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক মো. হাসানুর রহমান ঝন্টু, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল হাফিজ, বরগুনা জেলা অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জাফর হোসেন হাওলাদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ৭০ এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে উপকূলের লাখ লাখ মানুষ নিহত হয়। সব হারিয়ে নিঃস্ব হয়ে যায় প্রাণে বেঁচে থাকা পরিবারগুলো। তাই উপকূলবাসীর ভাগ্য উন্নয়নের জন্য উপকূল উন্নয়ন বোর্ড বাস্তবায়নসহ ৭০ এর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে সরকারিভাবে ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে ঘোষণার দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৭/ফারজানা