সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭০৫৯ জন ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারীদের চাকরি নিয়মিতকরণসহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন। আজ সকালে সড়ক ও জনপথ বিভাগ টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহাদৎ হোসেন, টাঙ্গাইল সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, টাঙ্গাইল সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. পিনু খান, টাঙ্গাইল সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুর রউফ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারীদের জীবনযাপন অনিশ্চিত হয়ে পড়েছে। দীর্ঘ ১২ বছর ধরে এ প্রতিষ্ঠানের কর্মচারীরা কর্মজীবন শেষে তাদের প্রাপ্য অবসর ভাতা পাচ্ছেনা।
এছাড়া প্রতিষ্ঠানের থেকে যারা অবসর প্রাপ্ত কর্মচারী রয়েছে তারা বর্তমানে অতি দারিদ্র্যের নিচে জীবনযাপন করছে।
বক্তারা আরও বলেন, অধিদপ্তরের শ্রমিক কর্মচারীদেরকে প্রশাসনের আমলাতান্ত্রিক জটিলতায় ফেলে মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে। শ্রমিক কর্মচারীরা মামলার আওতায় মহামান্য হাইকোর্ট তথা উচ্চ আদালতের রায় পাওয়া সত্বেও প্রশাসন রায় বাস্তবায়ন না করে এই গরীব শ্রমিক কর্মচারীদেরকে অনিশ্চিত জীবনের দিকে ঢেলে দেওয়া হচ্ছে। তাই বাধ্য হয়ে তাদের পরিবার পরিজন মানবেতর জীবন যাপন করছে। যা মানবতা ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।
অবিলম্বে সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭০৫৯ জন ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারীদের চাকরি নিয়মিতকরণসহ ৭ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান ওই সংগঠনের নেতারা।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৭/হিমেল