দেশের সর্বোচ্চ আদালতের রায় এবং প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭ হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে নিয়মিত করাসহ ৭ দফা দাবিতে কাজ বন্ধ রেখে মানববন্ধন করেছে বরিশাল সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মচারীরা। আজ রবিবার সকাল ১০টায় সড়ক ও জনপথ বরিশাল জোনাল অফিসের সামনে সিএন্ডবি রোডে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বরিশাল জেলা শাখা এই মানবন্ধনের আয়োজন করে।
সংগঠনের জেলা শাখার সভাপতি মো. হান্নান তালুকদারের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন তৈয়বুর রহমান, আব্দুল খালেক, কবির উদ্দিন, মো. আনোয়ার হোসেন এবং জাকিয়া বেগমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, রোদে পুড়ে-বৃষ্টিতে ভিজে তারা সড়ক যোগযোগ এবং ফেরী সার্ভিস সচল রাখেন। তারা তাদের সখ-আহল্লাদ বিসর্জন দিয়ে ঈদ-কোরবানী সহ বিশেষ মৌসুমে সড়কে দায়িত্ব পালন করেন। অথচ সরকার তাদরে বারবার আশ্বাস দিয়েও চাকরি নিয়মিত করছেনা।
মানববন্ধনে তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সড়ক যোগাযোগ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে মিনতি করেন। এই দাবিতে আগামী ১৪ নভেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পুর্ণদিবস কর্মবিরতি পালন এবং ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৩ দিন কাফনের কাপড় পড়ে ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন নেতারা।
এদিকে কাজ বন্ধ রেখে ওয়ার্কচার্জড কর্মচারীরা মানববন্ধন করায় বরিশাল সড়ক বিভাগে আজ অচলাবস্থার সৃস্টি হয়।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৭/হিমেল