সারাদেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারীদের কনভার্টেড হিসেবে নিয়মিতকরণসহ ৭ দফা দাবিতে নেত্রকোনায় মানবন্ধন পালিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে পৌরসভার সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত সকল শ্রমিক ও কর্মচারীবৃন্দ অংশ গ্রহন করেন।
মানববন্ধন চলাকালে ৭ দফা দাবিতে বক্তব্য রাখেন, শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির আহ্বায়ক আইয়ূব আলী, সদস্য সচিব আবুল হাসান, সদস্য মোঃ হারুন অর রশিদ , মোঃ বাচ্চু মিয়া, আবুল হাসেম, সদস্য এ কে এম মাহমুদুল হাসান, সামিউল হক সোহাগ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ