ময়মনসিংহের অন্যতম প্রবেশ মুখ ব্রক্ষ্মপুত্র সেতুর টোল আদায় বন্ধ, ময়লার ভাগাড় সরানো এবং ব্রিজ মোড়ে দুর্ভোগ সৃষ্টিকারী যানজট থেকে মুক্তির দাবিতে সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১০ টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করা হয়। এসময় সংগঠনের সভাপতি আমিনুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী সূচনা বক্তব্য রাখেন জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান, বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ জেলার সভাপতি বিশিষ্ট আইনজীবি খালেকুজ্জামান, মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ড. শাহাব উদ্দীন, মুক্তিযোদ্ধা বিমল পাল, মুক্তিযোদ্ধা নাজিরুল ইসলাম মনি, কবি ইয়াজদানী কোরায়শী কাজল, পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের সাধারন সম্পাদক এডভোকেট শিব্বির আহমেদ লিটন, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ শাখার আহবায়ক আব্দুল কাদের চৌধুরী মুন্না, সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুর রহমানসহ প্রমুখ।
বক্তারা বলেন, ময়মনসিংহ বিভাগে উন্নীত হলেও এখনো পুরোনো সমস্যা নিয়েই আমাদের আন্দোলন করতে হয়। আশা করছি কতৃপক্ষ দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
পরে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন