সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর ঘোষণা এবং হাইকোট ও সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ময়মনসিংহে সড়ক ও জনপথ অধিদপ্তরের শ্রমিক-কর্মচারীরা মানববন্ধন ও সমাবেশ করেছে।
রবিবার দুপুরে শহরের কাঁচিঝুলি সংলগ্ন সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে এ মানববন্ধন ও সমাবেশে অনুষ্ঠিত হয়।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুল হাকিম, রেজাউল করিম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সিকান্দর আলী খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আন্দোলনকারীরা ৭ হাজার ৫৯ জন ওয়ার্ক চার্জড শ্রমিক-কর্মচারীকে নিয়মিত করণ, হাইকোট ও সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে এ আন্দোলন করছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন