আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারা সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্য হয়েছে। শেখ হাসিনা সাহস করে জঙ্গি, সন্ত্রাস ও দুর্নীতি দমন করেছেন। এ উন্নয়নের ধারাবাহিকতাকে বজায় রাখতে নেতেৃত্বে মহাজোটের সরকার বারবার দরকার।
জাসদসহ মহাজোটের ঐক্য অটুট থাকবে জানিয়েছে ১৪ দলের সমন্বয়ক বলেন, জোটে কোনো ধরনের টানাপোড়েন নেই।
মাদারীপুরের শিবচরে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন পার্লামেন্টারি পার্টির সেক্রেটারী ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি, জাসদের সম্মনয়ক শিরিন আক্তার এমপি।
এদিন, বেলা ১২টার কিছু পরে হেলিকপ্টপার যোগে শিবচরের দত্তপাড়া টিএন একাডেমির মাঠে অবতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে সাবেক সাংসদ ইলিয়াস আহমেদ চৌধুরী দাদা ভাইয়ের কবর জিয়ারত করেন। পরে দত্তপাড়ায় চৌধুরি ফাতেমা বেগম মা ও শিশু কল্যান কেন্দ্র, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সন্নাসির চর এলাকায় সাবেক সাংসদ ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার এবং শিবচর পৌরসভার বড়দোয়ালী এলাকায় শেখ হাসিনা ইনস্টিটিউট অব-হেলথ টেকনোলজি এর ভিত্তি প্রস্তর উদ্ধোধন করেন।
নাসিম বলেন, শেখ হাসিনা ইনস্টিটিউট অব-হেলথ টেকনোলজিসহ এই তিনটি প্রকল্পে প্রায় ৬০ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে মেঘা প্রকল্প হিসেবে শেখ হাসিনা ইনস্টিটিউট অব-হেলথ টেকনোলজিতেই ব্যয় প্রায় ৪০ কোটি টাকা। এছাড়া ১২ কোটি টাকা ব্যয় শেখ হাসিনা ট্রমা সেন্টার এবং ১০ কোটি টাকা ব্যয় চৌধুরী ফাতেমা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জন্য ব্যয় করা হবে।
বিকেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকের কর্মরত ডাক্তার, এলাকার দলীয় নেতৃবৃন্দ ও সুধীজন এবং বিভিন্ন কর্মকর্তা- কর্মাচারীদের নিয়ে এক মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় তিনি ৫০ শয্যার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে ১০০ শয্যার হাসপাতাল রুপান্তর করার ঘোষণা দেন।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৭/মাহবুব