মাত্র ১০ হাজার টাকার জন্য চট্টগ্রাম মহানগরীর হালিশহরের ছোটপুল এলাকা থেকে এক শিশুকে অপহরণ করা হয়েছে। রবিবার দুপুরে পুলিশ ও ডিবির যৌথ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।
হালিশহর থানা সূত্রে জানা যায়, ছোটপুলের নাছির উদ্দীনের ছেলে মো. জোবাইদ (৩) গত শনিবার বিকেল ৩টা থেকে নিখোঁজ হয়।
সন্ধ্যা ৭টায় নাছিরের মোবাইলে ১০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে কল আসে। রাত ৯টায় তিনি বিষয়টি পুলিশকে জানান। এরপর অভিযান শুরু করে থানা পুলিশ ও ডিবির একটি টিম। মোবাইল নাম্বারের সূত্র ধরে চন্দনাইশ থেকে গ্রেফতার করা হয় অপহৃত শিশুর ফুফা রফিকুল আলমকে।
এরপর রফিকের তথ্য দেয়া অনুযায়ী বহদ্দারহাটের আল-আমিন গলির একটি বাসা থেকে রবিবার দুপুরে উদ্ধার করা হয় শিশু জোবাইদকে।
হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, মাত্র ১০ হাজার টাকার জন্য শিশু অপহরণ রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এর সঙ্গে অন্য কোনো বিষয়ও জড়িত থাকতে পারে।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৭/আরাফাত