জামালপুরের রেহাই গজারিয়া গ্রামের চাঞ্চল্যকর শিশু আশিক হত্যার পুনঃতদন্তের দাবি জানিয়েছে এলাকাবাসী। রবিবার রেহাই গজারিয়া গ্রামে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এসময় অভিযোগ করা হয় ''রেহাই গজারিয়া গ্রামে সাধু মিয়ার ১১ বছর বয়সী শিশু আশিক ২০১৫ সালের ২৪ নভেম্বর নিখোঁজ হয়। নিখোজের ৫ দিন পর ২৯ নভেম্বর এলাকার একটি পরিত্যক্ত ক্ষেত থেকে আশিকের লাশ উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশ এলাকার সন্ত্রাসী আবুল হোসেন মেম্বারকে গ্রেফতার করলে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরে ষড়যন্ত্রমূলকভাবে আবুল মেম্বারের জবানবন্দি দেখিয়ে পুলিশ ওই শিশুর সৎ মাসহ তাদের দুই ভাই আলী আকবর ও লুৎফর আলীকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।''
এলাকাবাসী শিশুটির সৎ মাসহ তার ভাইদের নির্দোষ দাবি করে বলেন, সন্ত্রাসী আবুলের সাথে শিশুটির বাবার টাকা পয়সা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে তাদের ধারণা। তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্ত না করেই নিরীহ ৩ জনকে মামলায় আসামি করেছে।
আলী আকবর অভিযোগ করেন লাশ পাওয়ার পর পুলিশ তার বৃদ্ধ বাবার নিকট ৫ লাখ টাকা দাবি করে। টাকা না দেয়ায় তাদের এই মামলায় আসামি করা হয়। শাপলা বেগমসহ গ্রামবাসী ন্যায় বিচারের স্বার্থে এই মামলার পুনঃতদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে ফরহাদ মুন্সী, হাছেন আলী,বিলাত আলী, কামরুল হোসেন, বজলু মিয়া, শফিক, আক্কাছ আলী ও রহিম উদ্দিন বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৭/মাহবুব