মওলানা ভাসানীর ৪১তম মুত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এই সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার।
গাজীপুর পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননীর সভাপতিত্বে ও বিএনপি নেতা জয়নাল আবেদীন তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ডা. মাজাহারুল আলম, সোহরাব উদ্দিন, সাখাওয়াৎ হোসেন সবুজ প্রমুখ।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৭/আরাফাত