বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট ফুলবাড়ি এলাকায় রবিবার সকালে বাসের ধাক্কায় এক নছিমন চালক নিহত হয়েছেন। তার নাম আক্কাস ফকির, বয়স ৩৬। বাগেরহাট-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, সকালে আক্কাস শ্রীঘাট সবজির আড়ৎ থেকে সবজি কিনে শ্যালো ইঞ্জিন চালিত নছিমন নিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথে ফুলবাড়ি এলাকায় খুলনা থেকে বাগেরহাটগামী একটি বাস নছিমনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আক্কাস ফকির সদর উপজেলার মাঝিডাঙ্গা গ্রামের হাশেম ফকিরের ছেলে।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ