আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন বানচাল করতে একটি অশুভ চক্র সনাতন ধর্মাম্বলীদের বাড়িঘরে হামলা চালিয়েছে।
তিনি আজ রংপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া হিন্দুদের বাড়িঘর পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
তিনি বলেন, যারা এটা করতে তারা বোকার স্বর্গে বাস করছে। নাগরিক সমাবেশ সম্পর্কে বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ভাঙা রেকর্ড বাজানো বিএনপির পুরনো অভ্যাস। তাই তিনি এমন মন্তব্য করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন