সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রবিবার দুপুর ১২টার দিকে বাসের নিচে চাপা পড়ে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে বেলকুচি উপজেলার কদমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, এনায়েতপুর থেকে সিরাজগঞ্জগামী সৌরভ এন্টারপ্রাইজের একটি বাস ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং বাসটি আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আরও জানান, নিহত ব্যক্তি দৌড়ে এসে বাসের নিচে মাথা পেতে দিয়েছেন। এতে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ