ঝিনাইদহের কালীগঞ্জের মোটর মালিক সমিতির ভবনের সিঁড়ি ঘরের পিছনে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার দুপুরে বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। এসময় আশপাশের লোকজন ভীত হয়ে ছুটাছুটি করতে থাকে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান জানান, দুপুরে কালীগঞ্জের মটর মালিক সমিতির ভবনের সিঁড়ি ঘরের পিছনে বিকট শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে। কেউ নাশকতা সৃষ্টি করার জন্য ওই স্থানে বোমাটি রেখেছিল বলে পুলিশ মনে করছে।
বিডি-প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৭/মাহবুব