লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর এলাকা থেকে শহর জামায়াতের সভাপতি আবুল ফারাহ নিশানসহ ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় রাস্তা ও গাছ কেটে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ব্যাপক নাশকতা চালানোর একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন তারা পলাতক ছিলেন।
রায়পুর থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার