কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাঁচারি মসজিদ এলাকায় গাছের গুঁড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কায় তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে দুইজন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার ব্যপারীহাট গ্রামের আব্দুল মোত্তালেব (৩০), বাঁশের তল এলাকার সোহেল (২৫) এবং মো. সুজন (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক বাইকে চেপে ঘুরতে বের হয়েছিলেন তিন বন্ধু। পথিমধ্যে কাঁচারি মসজিদ এলাকায় রাস্তার পাশে রাখা গাছের গুঁড়ির সাথে ধাক্কা লেগে তারা ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু মোত্তালেব ও সোহেল নিহত হয়। পরে গুরুতর অবস্থায় সুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৭/আরাফাত