চাঁপাইনবাবগঞ্জের আলাতুলির জঙ্গি আস্তানায় বিস্ফোরণে নিহত তিন জঙ্গির মরদেহের ময়নাতদন্ত এখনো সম্পন্ন হয়নি। এমনকি ওই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি-অপারেশন আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রাতে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে তিন জঙ্গির মরদেহ নেয়া হয়। কিন্তু এখনো ময়নাতদন্ত সম্পন্ন হয়নি। আজ দিনের যে কোনো সময় ময়নাতদন্ত করা হবে।
এদিকে ওই ঘটনায় এখনো মামলা দায়ের করেনি র্যাব। এর আগে, সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি চরের একটি জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে র্যাব। অভিযানে গুলি বিনিময়ের এক পর্যায়ে বাড়ির ভেতরে বিস্ফোরণ হয় এবং পুরো বাড়ি আগুনে ভষ্মিভূত হয়। এতে মারা যান ওই তিন জঙ্গি। তাদের পরিচয় নিশ্চত হওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৭/মাহবুব