ময়মনসিংহে অস্ত্র তৈরীর একটি কারখানা থেকে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দু’জনকে আটক করেছে র্যাব-১৪। এরা হচ্ছেন- সোহেল মিয়া (২২) ও আরমান (২৪)। মঙ্গলবার দিবাগত গভীর রাতে নগরীর মিলনবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার দুপুর সাড়ে ১২টায় র্যাব অফিসে এক সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানান র্যাব-১৪ এর অধিনায়ক লে: কর্ণেল শরিফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্ত্রাসীরা জড়ো হয়ে অস্ত্র তৈরী করছে এমন খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নাসিরাবাদ কলেজ মাঠ সংলগ্ন মিলনবাগ এলাকার একটি বাড়িতে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় একটি সুরক্ষিত কক্ষের চকির উপর থেকে উদ্ধার করা হয় চারটি পিস্তল, সাত রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, দু’টি চাপাতি, পাঁচটি চাকুসহ অস্ত্র তৈরির বিপুল পরিমান সরঞ্জাম। এর আগে র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র তৈরীর কারিগর নূর উদ্দিন, আকাশ ও রাজু পালিয়ে যায়। নূর উদ্দিন হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি বলেও জানায় র্যাব।
তিনি আরো জানান, অভিযানকালে দৌড়ে পালানোর সময় আটক করা হয় সোহেল মিয়া ও আরমানকে। পরে সোহেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাঈন উদ্দিন আহম্মেদ এর বাসা ভাড়া নিয়ে অস্ত্র তৈরী ও বিক্রির কথা স্বীকার করেছে। জড়িতদর গ্রেফতারসহ আরো অস্ত্রের সন্ধানে তল্লাশী অভিযান চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৭/হিমেল