নড়াইল সদর উপজেলার তপনবাগ গ্রামে একটি মাছের ঘেরের মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রহমান নামে এক ব্যক্তি নিহত ও আরও আটজন আহত হয়েছেন। আজ বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নড়াইল সদর উপজেলার তপনবাগের সরকারি প্রায় নয় একর জমি লিজ নিয়ে মাছের ঘের করেছেন মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি। সকালে ওই ঘেরের মালিকানা দাবি করে দলবল নিয়ে মাছ ধরতে যান ওই গ্রামের গোলাম রসুল। এসময় ঘেরের পাহারাদাররা বাধা দিলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আব্দুর রহমানসহ উভয় পক্ষের নয়জন আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে আব্দুর রহমানকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে আব্দুর রহমান কোন পক্ষের তা জানাতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৭/এনায়েত করিম