রংপুরের বদরগঞ্জ উপজেলায় ইয়াবাসহ রেজাউল করিম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কচুয়া ফকিরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রেজাউল ওই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছেন বলে জানিয়েছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। মাদক মামলায় রেজাউলের নামে থানায় মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৭/এনায়েত করিম