সাতক্ষীরা সীমান্ত দিয়ে সাতটি স্বর্ণের বার ভারতে পাচারকালে মফিজুল ইসলাম নামে এক চোরাকারবারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ বুধবার সকালে সদর উপজেলার বৈকারী সীমান্তের বলদঘাটা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক মফিজুল ইসলামের বাড়ি বৈকারী গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন বৈকারী বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার অহিদুল ইসলাম জানান, ভারতে পাচারের উদ্দেশে সীমান্ত এলাকায় স্বর্ণের একটি চালান আনা হচ্ছে- এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি দল বলদঘাটা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মফিজুল ইসলামকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সাতটি স্বর্ণের বার পাওয়া যায়।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৭/এনায়েত করিম