ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীর গতিতে যানবাহন চলাচল করছে। এর আগে, বুধবার ভোর থেকে ঘন কুয়াশায় মহাসড়কের বিভিন্ন এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। একই কারণে ভোর ৫টা থেকে বঙ্গবন্ধু সেতু টোল আদায় বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। ফলে সেতুর দুই পাড়ে পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। দেখা দেয় দীর্ঘ যানজট। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কমতে থাকলে টোল আদায় পুররায় চালু হয়। ফলে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে যানবাহন চলাচল। বর্তমানে ধীর গতিতে চলছে যান চলাচল।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আছাবুর রহমান জানান, বুধবার ভোর রাত থেকেই ঘন কুয়াশার কারণে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে সেতুর দুই পাড়ে পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এছাড়া ভোর ৫টা থেকে সেতুর পূর্ব ও পশ্চিম টোলপ্লাজায় টোল আদায় বন্ধ রাখার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কুয়াশা কেটে গেলেই যানবাহন চলাচল স্বাভাবিক হবে।
বিডি-প্রতিদিন/২৯ নভেম্বর, ২০১৭/মাহবুব