ঝিনাইদহের মহেশপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা’ ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ উপলক্ষে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চলের নের্তৃত্বে বুধবার সকাল ১১ টার দিকে মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি মহেশপুর উপজেলা ও কোটচাদপুর উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হবে।
শোভাযাত্রায় প্রায় ৩ হাজার মোটরসাইকেলসহ বিপুলসংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মী অংশ নেয়। এর আগে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৭/হিমেল