ভোক্তা অধিকার অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের বার বার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হয়রানির অভিযোগ এনে মাদারীপুরে সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মাদারীপুর কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি। কোন ঘোষণা ছাড়া মঙ্গলবার দুপুর থেকে ওষুধের দোকান বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাবিক হাসান জানান, দীর্ঘ দিন ধরে ভোক্তা অধিকার অধিদপ্তরের লোকজন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিষিদ্ধ ওষুধ সরবরাহ করার অজুহাত দেখিয়ে বিভিন্ন ওষুধের ফার্মেসি থেকে অবৈধ টাকা নিচ্ছে। এতে অনেক আর্থিক ক্ষতির শিকার হচ্ছে দোকানীরা। বার বার বিষয়টি জেলা প্রশাসক ও ভোক্তা অধিকার অধিপ্তরকে বলার পরেও কোন কাজ না হওয়া মাদারীপুরে সমিতির আওতাধীন ৮০০ ওষুধের দোকান বন্ধ করা হয়। এর সঠিক সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব ওষুধের দোকান বন্ধ রাখার ঘোষণা দেন তারা। তবে কোন পূর্ব ঘোষণা ছাড়া ওষুধের দোকান বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে রোগীরা। তারা, দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৭/হিমেল