বগুড়া শহরের সাবগ্রাম কুরসা উত্তরপাড়ায় নিহত রায়হানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পালন করেছে এলাকাবাসী। আজ এলাকাবাসীর পক্ষ থেকে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তারা নিরপরাধ যুবক রায়হানের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ সাবগ্রাম এলাকায় পুলিশি টহল জোরদার করার আহবান জানান। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, আতিক হাসান মানিক, শুভ, স্বাধীন, আশিক, রাব্বি, সম্রাট, মুক্তার হোসেন, বিপ্লব, আপেল প্রমুখ।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর সন্ত্রাসীরা বগুড়া শহরের সাবগ্রাম শঠিবাড়ি এলাকার মোহাম্মাদ আলীর ছেলে রায়হানকে কুপিয়ে হত্যা করে। রায়হান বালু ব্যবসার পাশাপাশি স্যানেটারী মিস্ত্রীর কাজ করত। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৫ জনকে আসামি করে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার