ফরিদপুরের মধুখালী উপজেলাতে প্রধানমন্ত্রীর আয় বর্ধনমূলক বিশেষ প্রকল্পের আওতায় নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় আদিবাসীদের মধ্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন এবং নগদ টাকা প্রদান করা হয়। তিন মাসব্যাপী পশ্চিম গাড়াখোলাস্থ শরিফা হ্যান্ডিক্র্যাফটসের মালিক ও প্রশিক্ষক শরিফা বেগমের মাধ্যমে ২০ জন আদিবাসী নারীকে সেলাই এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষন শেষে আজ মধুখালী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার তাদের মধ্যে সেলাই মেশিন এবং প্রতি মাসে সম্মানী বাবদ নগদ ১ হাজার করে নগদ টাকা প্রদান করেন। এছাড়া প্রশিক্ষককে প্রতি মাসে ৮ হাজার করে সম্মানী প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রশিক্ষক শরিফা বেগম, উদ্যোক্তা কাজী শারমিন রেবেকা, অফিস সহকারি অখিল কুমার পাল, আদিবাসীদের পক্ষে মনিন্দ্র নাথ সরকার, অমরেন্দ্রা নাথ সরকার, শান্তি রাম সরকার, মিলন সরকার প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার