অবৈধভাবে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিক কারাভোগ শেষে নিজ দেশ ভারতে ফিরে গেলেন।
বুধবার সকাল ১১টায় দিনাজপুরের হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলার সংলগ্ন চেকপোস্ট এলাকা দিয়ে তাদের ফেরত দেওয়া হয়।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ তাদের ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি বিকাশ মন্ডলের কাছে হস্তান্তর করেন। এসময় সেখানে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো.আফতাব হোসেন ছাড়াও বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছের ও বিএসএফের হিলি চেকপোস্ট কমান্ডার দলবির সিং উপস্থিত ছিলেন।
দেশে ফেরত যাওয়া দুই ভারতীয় নাগরিক হলেন, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিন দিনাজপুর জেলার হিলি থানার ধরন্দা এলাকার মৃত শ্যামল দাসের ছেলে বাবু সোনা দাস (২০) এবং একই এলাকার গোপাল রায়ের ছেলে মনোজ রায় (২০)।
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো.আফতাব হোসেন জানান, বাবু সোনা ও মনোজ রায় নামে ওই দুই ভারতীয় নাগরিক ২০১৬ সালের ৩১ডিসেম্বর কোন বৈধ কাগজপত্র ছাড়াই হিলি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এসময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশের জন্য মামলা দায়ের করে তাদের পুলিশে হস্তান্তর করা হয়। পুলিশ তাদের আদালতে পাঠালে, আদালত তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে তিন মাসের সাজা দেয়। সাজার মেয়াদ শেষ হলে দুই দেশের মধ্যে কাগজপত্র তৈরির পর আনুষ্ঠানিকতা শেষে বুধবার তারা মুক্তি পেয়েছে। দিনাজপুর কারা কর্তৃপক্ষ তাদের আমাদের কাছে হস্তান্তর করে। পরে আমরা তাদের ভারতীয় অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করেছি। বুধবার তারা তাদের পরিবারের কাছে ফিরে গেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন